Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

০১. উপজেলায় বেকার যুব ও যুব মহিলাদের প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়।

(ক) গবাদিপশুর প্রশিক্ষণ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ,মৎস বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

(খ) পোষাক তৈরি প্রশিক্ষণ ।

(গ) হাউজ ওয়ারিং।

(ঘ) ফ্রিজ এয়ার কন্ডিশন।

(ঙ) মোবাইল প্রশিক্ষণ।

       প্রশিক্ষণ শেষে প্রকল্প গ্রহণ করলে ঋণ প্রদান করা হয়।

০২.যুব সংগঠন তালিকা ভুক্ত করা হয়।

০৩. যুব কল্যাণ তহবিল হতে সংগঠনকে অনুদান প্রদান করা হয়।

০৪. জেলা পর্যায়ে কম্পিউটার ট্রেনিং প্রদান করা হয় ( ৬ মাস )।

০৫. প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে যুব ও যুব মহিলাদেরকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বরাবরে আবেদন প্রদান করতে হবে। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ দিতে হবে এবং চেয়ারম্যানের কর্তৃক পরিচয় পত্র

      দাখিল করতে হয়। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৮ম শ্রেণী থেকে তদ্ধুর্ধে। সে ক্ষেত্রে বয়স ১৮-৩৫ হতে হবে। জেলা পর্যায়ে প্র্রশিক্ষণ উপ-পরিচালক বরাবরে আবেদন করতে হবে।

০৬.এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অন্যান্ প্রকল্প কর্তৃপক্ষের নির্দেশক্রমে বাস্তবায়ন করতে হবে। সর্বপরি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর নির্দেশ ক্রমে সরকারী কাজ বাস্তবায়ন

     করতে হবে।

০৭. সময়ে সময়ে এডিপির অর্থ হতে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। যেমন -কম্পিউটার ও ব্লক বাটিক।